বাসস দেশ-১৬ : শাহরিয়ার শহীদের মৃত্যুতে বাসস-এর প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের শোক

327

বাসস দেশ-১৬
শোক-বাসস-ইউনিট
শাহরিয়ার শহীদের মৃত্যুতে বাসস-এর প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের শোক
ঢাকা, ১৭ নভেম্বর, ২০১৮(বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় তিনি শাহরিয়ার শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোক বার্তায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বাসস ইউনিটের ইউনিট চিফ এ জেড এম সাজ্জাদ হোসেন সবুজ ও ডেপুটি ইউনিট চিফ কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন) শাহরিয়ার শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিশিষ্ট সাংবাদিক শাহরিয়ার শহীদ গত ১৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। আজ বেলা ১টা ৫০মিনিটে সিসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
তিনি অধূণালুপ্ত ইংরেজি দৈনিক বাংলদেশ টাইমস্-এর সাবেক সম্পাদক মরহুম একেএম শহীদুল হকের ছেলে।
শাহরিয়ার শহীদ মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
বাসস/সবি/কেজিএ/১৭৪০/জেহক