বাসস দেশ-১ : পশ্চিম-দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘গাজা’ ভারতের তামিলনাড়ু অতিক্রম করেছে

178

বাসস দেশ-১
আবহাওয়া-পূর্বাভাস
পশ্চিম-দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘গাজা’ ভারতের তামিলনাড়ু অতিক্রম করেছে
ঢাকা, ১৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর অবস্থানরত ঘূর্ণিঝড় ‘গাজা’ পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোর ৩টায় ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯১%।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে।
পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩২ ডিগ্রি সে. এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৫ দশমিক ১ ডিগ্রি সে.।
বাসস/সবি/এসই/১২৫৫/-এমএবি