বাসস দেশ-২৪ : সিলেটে কর মেলায় ১৬ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব আদায়

348

বাসস দেশ-২৪
সিলেট-কর-মেলা
সিলেটে কর মেলায় ১৬ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব আদায়
সিলেট, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : সিলেট বিভাগীয় আয়কর মেলায় তিন দিনে ১৬ কোটি ৩০ লাখ ৩ হাজার ৮৮৮ টাকার রাজস্ব আদায় হয়েছে। কেবল আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে ১০ কোটি ১৬ লাখ ৯৯ হাজার ১৫০ টাকা আদায় হয়েছে।
সিলেট কর অঞ্চলের উপ-কমিশনার কাজল সিংহ আজ সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে প্রথম দিনে ২ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৭৫০ টাকা, দ্বিতীয় দিনে ৩ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৯৮৮ টাকা আদায় হয়। আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে সিলেট বিভাগীয় আয়কর মেলা ১০ কোটি ৪ লাখ ৫৫ গাহার ৬৩০ টাকা এবং সুনামগঞ্জ জেলা কর মেলায় ১২ লাখ ৪৩ হাজার ৫২০ টাকা আদায় হয়েছে।
সিলেটে আজ সেবা নিয়েছেন ৩ হাজার ৪০১ জন, রিটার্ন দাখিল করেছেন ৯৮৮ জন। সুনামগঞ্জে সেবা নিয়েছেন ১ হাজার ৮১ জন এবং রিটার্ন জমা দিয়েছেন ২৮৩ জন। এর আগে বুধবার সিলেটে দ্বিতীয় দিনের মেলায় সেবা নিয়েছেন ১৮৩০ জন করদাতা, রিটার্ন জমা দেন ৯৯৬ জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন ৮৩ জন।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়। প্রথম দিনে ২ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৭৫০ টাকা কর আদায় হয়। সেবা গ্রহণ করেন ৯৮১ জন করদাতা। নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন ৪০ জন।
আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত মেলায় সেবা পাওয়া যাচ্ছে।
২২টি সার্কেল দ্বারা গঠিত সিলেট কর অঞ্চলে এবার মেলায় ২৩টি সার্ভিস ডেস্ক, ৩টি ইটিআইএন, রিটার্ন গ্রহণ, সঞ্চয়ী ব্যুরো, আইনজীবী, ব্যাংক বুথের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধা, মহিলা প্রতিবন্ধীদের জন্য পৃথক বুথ করা হয়েছে মেলায়।
বাসস/মআম/২০০০/মরপা