বাসস ক্রীড়া-১৭ : দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হিগুইন

320

বাসস ক্রীড়া-১৭
ফুটবল-হিগুইন-সিরি এ-নিষিদ্ধি
দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হিগুইন
মিলান, ১৪ নভেম্বর ২০১৮ (বাসস) : দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এসি মিলান স্ট্রাইকার গঞ্জালো হিগুইন। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে উগ্র আচরণের কারণে তাকে এ শাস্তি দেয়া হয়। রোববার অনুষ্ঠিত ম্যাচে জুভদের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে তার ক্লাব মিলান।
ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া হিগুইন দ্বিতীয়ার্ধে অশোভন আচরণের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। রেফারি পাওলো মেজ্জোরেনি তাকে সরাসরি লাল কার্ড দেখানোর পর উগ্রভাবে তার দিকে ছুটে যাবার চেস্টা করেন আর্জেন্টিনার এই আন্তর্জাতিক তারকা। সতীর্থরা অবশ্য তাকে আটকে রাখেন।
প্রথমিকভাবে লাল কার্ড দেখে মাঠ ছাড়া হলেও পরবর্তীতে আচরণগত কারণে কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার লীগা সিরি এ’র ঘোষণায় বলা হয়, ৩০ বছর বয়সি এই স্ট্রাইকারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে আগামী ২৫ নভেম্বর ল্যাৎসিও এবং সপ্তাহের শেষভাগে পারমার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেননা হিগুইন।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯১৭/মোজা/স্বব