বাসস ক্রীড়া-১৫ : এমএলএসের বর্ষসেরা নির্বাচিত হলেন সাবেক বার্সা কোচ মার্টিনো

338

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-মার্টিনো-এমএলএস
এমএলএসের বর্ষসেরা নির্বাচিত হলেন সাবেক বার্সা কোচ মার্টিনো
আটলান্টা, ১৪ নভেম্বর ২০১৮ (বাসস) : মেজর সকার লীগে (এমএলএস) ২০১৮ সালের বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন আটলান্টার জেরার্ডো মার্টিনো। বার্সার সাবেক বস ৫৫ বছর বয়সি মার্টিনো সর্বোচ্চ ভোট পেয়ে সেরা কোচের খেতাব লাভ করেন। ইস্টার্ন কনফারেন্সকে ফাইনালে পৌঁছে দেয়ার স্বীকৃতি হিসেবে এই খেতাবে ভুষিত হয়েছেন মার্টিনো। চলতি মাসেই নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে আসরের ফাইনাল ম্যাচ খেলতে নামবে তার দল।
চলতি মৌসুমে রেকর্ড সংখ্যক ২১টি ম্যাচে জয়লাভ করেছে আটলান্টা। ৩৪ ম্যাচ থেকে ৭০ গোল করে তারাই এখন আসরের সর্বাধিক গোল দেয়া ক্লাবের আসনে রয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে ক্লাবের দায়িত্ব গ্রহন করা মার্টিনো ৩২.৭ শতাংশ ভোট পেয়ে লস এঞ্জেলস এফসির কোচ বব ব্রাডলিকে হটিয়ে সেরা কোচের স্বীকৃতি লাভ করেছেন। নির্বাচিত মিডিয়া কর্মী এবং ক্লাবের ট্যাকনিক্যাল স্টাফরা ওই ভোটাভুটিতে অংশ নিয়েছেন।
বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাবেক এই কোচ মেক্সিকো জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে। চলতি বছর ডিসেম্বরেই তিনি নতুন এই দায়িত্ব গ্রহণ করবেন বলে গণমাধ্যমের রিপোর্টে জানানো হয়েছে।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯০৫/মোজা/স্বব