বাসস বিদেশ-৪ : শ্রীলংকার পার্লামেন্টে রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোট

144

বাসস বিদেশ-৪
শ্রীলংকা-রাজনীতি-ভোট
শ্রীলংকার পার্লামেন্টে রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোট
কলম্বো, ১৪ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : শ্রীলংকার পার্লামেন্টে বুধবার মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে তিনি হেরে যান। পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার প্রেসিডেন্টের ফরমান সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়ার একদিন পর এ ভোট অনুষ্ঠিত হলো। খবর এএফপি’র।
দেশটির ২২৫ সদস্য বিশিষ্ট পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা রাজাপাকসের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহের স্থলে তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছিল।
তবে এই ফলাফল স্বয়ংক্রিয়ভাবে এমন অর্থ বহন করে না যে বিক্রমাসিংহে সাংবিধানিক ভোটাভুটিতে জয় পেয়েছেন। আর এর মধ্যদিয়ে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার ক্ষমতা বজায় থাকলো প্রেসিডেন্ট মাইথ্র্পিালা সিরিসেনার হাতে।
বাসস/এমএজেড/১৩০৫/জুনা