জোটগত নির্বাচন করতে আওয়ামী লীগ ও বিকল্পধারার বৈঠক অনুষ্ঠিত

147

ঢাকা, ১৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : জোটগতভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছে আওয়ামী লীগ ও বিকল্পধারা বাংলাদেশ।
আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির নেতারা অংশ নেন। এছাড়াও বিকল্পধারার মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মেজর (অব.) মান্নান ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর একটার দিকে বিকল্পধারার এই দুই নেতা ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। প্রায় একঘণ্টার মতো আওয়ামী লীগ সাধারণ সম্পদকের সঙ্গে বৈঠক করেন তারা।
বৈঠক শেষে মাহী বি চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা নির্বাচনে আসছি এটা নিশ্চিত। জোটগতভাবেও অসম্ভব নয়-এতটুকু বলবো। আনুষ্ঠানিক প্রক্রিয়ার আগে এ বিষয় নিয়ে কিছু বলা যাবে না। খুব শিগগিরই যুক্তফ্রন্ট ও ১৪ দল একটি আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে।
বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।