বাসস দেশ-২৫ : সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফের সঙ্গে সেনাবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাত

622

বাসস দেশ-২৫
সেনাবাহিনী প্রধান-সৌজন্য সাক্ষাত
সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফের সঙ্গে সেনাবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাত
ঢাকা, ১৩ নভেম্বর ২০১৮ (বাসস) : সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ লেঃ জেনারেল হামাদ মোহাম্মেদ থানি আল রুমাইদির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও সেনাবাহিনী প্রধান আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন।
এর আগে সেনাবাহিনী প্রধান গত ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত এর ল্যান্ড ফোর্সেস কমান্ডার মেজর জেনারেল সালেহ্ মোহাম্মদ সালেহ্ মেগরেন আল-আমিরির সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি ল্যান্ড ফোর্সেস ইনস্টিটিউট পরিদর্শন করেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামীকাল বুধবার দেশে ফিরবেন।
বাসস/আইএসপিআর/এফএইচ/১৯৫০/এমকে