বাসস দেশ-১১ : চীন সফর শেষে বিমান বাহিনী প্রধান দেশে ফিরলেন

111

বাসস দেশ-১১
বিমান বাহিনী প্রধান- চীন সফর
চীন সফর শেষে বিমান বাহিনী প্রধান দেশে ফিরলেন
ঢাকা, ১৩ নভেম্বর ২০১৮ (বাসস) : বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত চীন সফর শেষে সোমবার দেশে ফিরেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, চীনে সফরকালে বিমান বাহিনী প্রধান ‘১২তম চীনা আন্তর্জাতিক বিমান পরিবহন, এয়ারস্পেস প্রদর্শনী (জুহাই এয়ার শো) এবং ৫ম আন্তর্জাতিক সামরিক ফ্লাইট ও প্রশিক্ষণ সম্মেলন’ এ অংশগ্রহণ করেন।
তিনি পিএলএ এয়ার ফোর্স এর কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তারা পারস্পারিক দ্বিপাক্ষিক বিষয়ে মত বিনিময় করেন।
এছাড়াও বিমান বাহিনী প্রধান জুহাই এয়ার শোতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানদের সাথে পেশাগত বিষয়ে মত বিনিময় করেন।
চীনে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান পিএলএ ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, এভিআইসি, চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করেন।
বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
বাসস/আইএসপিআর/এফএইচ/১৬৫০/কেকে