বাজিস-৩ : নওগাঁয় শিল্পের শহর নওগাঁ অনুষ্ঠিত

126

বাজিস-৩
নওগাঁ-শিল্পের শহর
নওগাঁয় শিল্পের শহর নওগাঁ অনুষ্ঠিত
নওগাঁ, ১৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : নওগাঁয় জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত শিল্পের শহর নওগাঁ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী’র ভাবনা থেকে “শিল্পের শহর কার্যক্রম” এর আওতায় সোমবার রাত সাড়ে ৮টা থেকে পিটিআই স্কুল চত্বরে স্থায়ী মঞ্চে এ উপলক্ষে সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফারহানা ইয়াসমিন শিল্পী, অপুর্ব কুমার, পূজ্ াদাস, মোঃ কায়েস উদ্দিন এবং এনামুল হক সংগীত পরিবশেন করেন। নৃত্য পরিবশেনায় অংশগ্রহণ করেন লিজা, অর্নিল, উজ্জল, হাবিব, স্বপন, তুলি ও সাকিম।
যন্ত্রসংগীতে ছিলেন রিজভী, এনামুল, নয়ন, শুভ, লিটন, নুরুল ও রাইহান। এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক মো. কায়েস উদ্দিন এবং জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/আহো/১৪৫৫/নূসী