বাসস দেশ-১ : নেপাল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে আগ্রহী : রাষ্ট্রদূত

180

বাসস দেশ-১
নেপাল-বাংলাদেশ
নেপাল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে আগ্রহী : রাষ্ট্রদূত
রাজশাহী, ১৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত প্রফেসর চোপ লাল ভুশাল বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে তার দেশ অত্যন্ত আগ্রহী।
তিনি বলেন,স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে নেপাল ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে।
সোমবার সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিস (আরসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত বলেন,নেপাল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করতে চায়।
নগরীতে আরসিসিআই মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আরসিসিআই সভাপতি মো: মুনিরুজ্জামানের সভাপতিত্বে এ সভায় আরসিসিআই পরিচালক আহসান উদ্দিন সরকার এবং সদরুল ইসলাম,বাংলাদেশ মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের ইউনিট সভাপতি প্রফেসর রজতি নাজনিন এবং রেস্তরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান বক্তব্য রাখেন।
বাসস/এএইচ/অনুবাদ-এমএবি/১৩০০/এমএসআই