বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাওয়ারপ্যাক থেকে আরও ৫ বছর বিদ্যুৎ কেনার চুক্তি নবায়ন

465

ঢাকা, ৮ জানুয়ারি, ২০১৮ (বাসস) : পাওয়ারপ্যাক-মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের কাছ থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) আরও ৫ বছর বিদ্যুৎ কিনবে।
আজ সোমবার রাজধানীর মতিঝিলস্থ ওয়াপদা ভবনে বিউবো’র প্রধান কার্যালয়ে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) নবায়ন করা হয়েছে।
বিউবোর পক্ষে সচিব মিনা মাসুদুজ্জামান এবং পাওয়ারপ্যাক-মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্লান্ট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার নবায়নকৃত চুক্তিতে স্বাক্ষর করেন। সৈয়দ কামরুল ইসলাম মোহন, পরিচালক এবং সিইও, পাওয়ারপ্যাক-মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্লান্ট লিঃ এবং বিউবো’র কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
নবায়নকৃত চুক্তির আওতায় পাওয়ারপ্যাক-মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্লান্ট আগামী ২০২২ সালের ২৬ মার্চ পর্যন্ত জাতীয় গ্রীডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।