বাসস ক্রীড়া-১ : বড় সংগ্রহের পথে বাংলাদেশ

150

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-ঢাকা টেস্ট
বড় সংগ্রহের পথে বাংলাদেশ
ঢাকা, ১২ নভেম্বর, ২০১৮ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহে পথে এগিয়ে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ১২০ ওভারে ৫ উইকেটে ৩৬৫ রান করেছে টাইগাররা। ম্যাচের প্রথম দিন ৯০ ওভারে ৫ উইকেটে ৩০৩ রান করেছিলো বাংলাদেশ।
১১১ রান দ্বিতীয় দিনের খেলা শুরু করে এখনো ১৩৫ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। তার ৩০৭ বলের ইনিংসে ১১টি চারের মার ছিলো। শূন্য রানে দিন শুরু করে মুশফিককে ভালোভাবেই সঙ্গ দিচ্ছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৩টি চারে ১০৪ বলে ৩৫ রানে অপরাজিত আছেন রিয়াদ। জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস ৫৬ রানে ৩ উইকেট নিয়েছেন।
এর আগে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেন মোমিনুল হক ও মুশফিক। প্রথম দিন মোমিনুল ১৬১ রানে ফিরলেও, দিন শেষে অপরাজিত থেকে যান মুশি। এছাড়া বাংলাদেশের পক্ষে লিটন দাস ৯, তাইজুল ইসলাম ৪, ইমরুল কায়েস-মোহাম্মদ মিথুন শূন্য রানে আউট হন।
বাসস/এএসজি/এএমটি/১১০০/স্বব