বাসস ক্রীড়া-১২ : চার ম্যাচ ও আট ইনিংস পর ২শ’ রানের দেখা পেল বাংলাদেশ

193

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-ঢাকা টেস্ট
চার ম্যাচ ও আট ইনিংস পর ২শ’ রানের দেখা পেল বাংলাদেশ
ঢাকা, ১১ নভেম্বর, ২০১৮ (বাসস) : জিম্বাবুয়ের বিপকে ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৯০ ওভারে ৫ উইকেটে ৩০৩ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে টেস্ট ফরম্যাটে চার ম্যাচ ও আট ইনিংস পর ২শ রানের দেখা পেল বাংলাদেশ। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে ৩০৭ রান করেছিলো বাংলাদেশ। এরপর বাংলাদেশের সব ব্যাটসম্যান মিলে চার ম্যাচ ও আট ইনিংসে ২শ রানও করতে পারেনি।
গেল চার ম্যাচ ও আট ইনিংসে বাংলাদেশের দলীয় স্কোর ছিলো এমন- ১১০, ১২৩, ৪৩, ১৪৪, ১৪৯, ১৬৮, ১৪৩ ও ১৬৯। প্রথম দু’টি ইনিংস ঢাকার মিরপুরে শ্রীলংকার বিপক্ষে। পরের চারটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। আর শেষ দু’টি ইনিংস জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটের অভিষেক টেস্টে।
তবে বাংলাদেশের বছরের শুরুটা ছিলো চমৎকার। চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ৫১৩ ও ৫ উইকেটে ৩০৭ রান করেছিলো বাংলাদেশের ব্যাটসম্যানরা। এরপর থেকেই আট ইনিংসে ২শ রানের নীচে নিজেদের ইনিংস গুটিয়ে নেয় টাইগাররা।
বাসস/এএসজি/এএমটি/১৭৫৫/স্বব