বাসস দেশ-১১ : রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের নিবন্ধন প্রশ্নে রুল

201

বাসস দেশ-১১
হাইকোর্ট-আদেশ
রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের নিবন্ধন প্রশ্নে রুল
ঢাকা, ১১ নভেম্বর, ২০১৮ (বাসস) : গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার কেন নির্দেশনা দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
দলটির সমন্বয়কারী জোনায়েদ সাকির করা রিট আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
তিনি রুল জারির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর গণসংহতি আন্দোলনের নিবন্ধন আবেদন খারিজ করার সিদ্ধান্ত প্রত্যাহার বা পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হয়েছিলো। নোটিশে বলা হয়েছিলো, দল হিসেবে নিবন্ধন দেয়ার জন্য ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশন বরাবরে আবেদন করে।
বাসস/ডিএ/১৭৪০/কেজিএ