বাজিস-৯ : ইনক্রিমেণ্ট ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণায় নীলফামারীতে শিক্ষকদের আনন্দ র‌্যালি

135

বাজিস-৯
নীলফামারী-আনন্দ-র‌্যালি
ইনক্রিমেণ্ট ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণায় নীলফামারীতে শিক্ষকদের আনন্দ র‌্যালি
নীলফামারী, ১১ নভেম্বর, ২০১৮ (বাসস) : এমপিওভুক্ত বেসরকারী শিক্ষক কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেণ্ট ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছেন বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।
দুপুর ১২টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে আনন্দ র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি খোকারাম রায়, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুধীর রায়, সদর উপজেলা সভাপতি উত্তম কুমার রায়, অধ্যক্ষ আশরাফুজ্জামান, প্রভাষক মৃনাল কান্তি রায়, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।
পরে শিক্ষক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন পত্র জেলা প্রশাসক নাজিয়া শিরিনের কাছে হস্তান্তর করেন।
বাসস/সংবাদদাতা/১৬৩৮/মরপা