বাসস দেশ-৩ : শ্রমিক কল্যাণ তহবিলে জমার পরিমাণ সাড়ে তিনশ’ কোটি টাকা ছাড়ালো

155

বাসস দেশ-৩
শ্রমিক-কল্যাণ-তহবিল
শ্রমিক কল্যাণ তহবিলে জমার পরিমাণ সাড়ে তিনশ’ কোটি টাকা ছাড়ালো
ঢাকা, ১১ নভেম্বর, ২০১৮ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমার পরিমাণ তিনশ’ কোটি টাকা ছাড়িয়েছে।
আজ রোববার সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের গত এক বছরের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক এ তথ্য জানান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘মোট জমাকৃত সাড়ে তিন’শ কোটি টাকার মধ্যে তিন’শ ২৩ কোটি টাকা এফডিআর করা আছে, তহবিলে নগদ রয়েছে ২ কোটি টাকা। এ পর্যন্ত শ্রমিকদের কল্যাণে ২৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে।’
সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ এম এম গোলাম তৌহিদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল শ্রম প্রতিমন্ত্রীর নিকট কোম্পানীর গত এক বছরের মোট লাভের এক দশমাংশ ২৩ লাখ ৪০ হাজার ৬৫৬ টাকার চেক হস্তান্তার করেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানীর নিট লাভের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি, বিদেশী এবং বহুজাতিক মিলে ১২২টি কোম্পানী এ তহবিলে অর্থ প্রদান করেছে।
চেক প্রদান অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড কোম্পানী সচিব এবং হেড অব ফিনান্স এম মশিউর রহমান এবং ফাইনান্স সার্ভিস লিড এম মশিউর রহমান উপস্থিত ছিলেন।
বাসস/সবি/বিকেডি/১৫২৫/এমএবি