বাসস ক্রীড়া-৪ : প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের

139

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-ঢাকা টেস্ট
প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের
ঢাকা, ১১ নভেম্বর, ২০১৮ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ২৬ ওভারে ৩ উইকেটে ৫৬ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং-এ নেমে ১৬ রানের মধ্যে ২ ওপেনারকে হারায় টাইগাররা। লিটন দাস ৯ ও ইমরুল কায়েস শুন্য রানে ফিরেন।
এরপর দলীয় ২৬ রানে প্যাভিলিয়নে ফিরেন মোহাম্মদ মিথুন। অভিষেক ম্যাচ খেলতে নেমে শুন্য রানে আউট হন মিথুন। ২৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর দলের হাল ধরেন মোমিনুল হক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। মধ্যাহ্ন-বিরতিতে যাবার আগ পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলেন তারা। মোমিনুল ২৫ ও মুশফিকুর ১২ রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের কাইল জার্ভিস ২টি ও ত্রিরিপানো ১টি উইকেট নেন।
সিলেটে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৫১ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো সফরকারী জিম্বাবুয়ে। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে।
বাসস/এএসজি/এএমটি/১২০৫/স্বব