বাজিস-১০ : সিলেটে রাজাকারের সন্তানদের মনোনয়ন না দেয়ার দাবি মুক্তিযোদ্ধাদের

387

বাজিস-১০
সিলেট-দাবি-মুক্তিযোদ্ধা
সিলেটে রাজাকারের সন্তানদের মনোনয়ন না দেয়ার দাবি মুক্তিযোদ্ধাদের
সিলেট, ১০ নভেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদে রাজাকারের সন্তান কিংবা তাদের পরিবারের সদস্যদের মনোনয়ন না দেয়ার দাবি জানিয়েছেন সিলেটের মুক্তিযোদ্ধারা। আজ শনিবার সিলেটে এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা।
এগার দফা দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড এই মানববন্ধনের আয়োজন করে।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও জেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জবরুল হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার, সাবেক সিটি কাউন্সিলর আব্দুল খালিক।
মানববন্ধন চলাকালে বক্তৃতায় মুক্তিযোদ্ধারা বলেন, যারা এদেশের বিরুদ্ধে ছিল, বাংলাদেশের মানচিত্রের অস্তিত্ব স্বীকার করেনি তাদেরকে এদেশের জনগণ চায় না। মহান জাতীয় সংসদে আর যেনো কোন রাজাকার বা রাজাকারের সন্তান প্রতিনিধিত্ব করার সুযোগ না পায় সেই পথ রুদ্ধ করতে হবে।
বক্তারা বলেন, আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, দেশের অস্তিত্বে বিশ্বাসী দেশপ্রেমিক সকল রাজনৈতনিক দলের প্রতি অনুরোধ করছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭১ এর মানবতাবিরোধী, আলবদর, আল শামস রাজাকারের সন্তান বা উত্তরসূরি কাউকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা ডেপুটি কমান্ডার অধ্যাপক সিরাজুল ইসলাম, মহানগর ডেপুটি কমান্ডার মনাফ খান, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, সদর ভারপ্রাপ্ত কমান্ডার মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, হাজী আসক আলী, ননী গোপাল দাস প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৯২০/মরপা