বাসস দেশ-২২ : আগামীকাল ‘বেতিয়ারা শহীদ দিবস’

331

বাসস দেশ-২২
বেতিয়ারা দিবস-কর্মসূচি
আগামীকাল ‘বেতিয়ারা শহীদ দিবস’
ঢাকা, ১০ নভেম্বর, ২০১৮ (বাসস) : আগামীকাল ১১ নভেম্বর ‘বেতিয়ারা শহীদ দিবস।’ ১৯৭১ সালের এদিনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায় পাকিস্তানী বাহিনীর সাথে কমিউনিস্ট পার্টি-ন্যাপ-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর মুখোমুখি সম্মুখ যুদ্ধে জীবন উৎসর্গ করেন বিশেষ গেরিলা বাহিনীর নয় জন বীর গেরিলা যোদ্ধা।
এরা হলেন, সিরাজুম মুনীর, নিজাম উদ্দিন আজাদ, মো. শহীদুল্লাহ, বশির মাস্টার, আব্দুল কাইয়ুম, জহিরুল হক দুদু, আওলাদ হোসেন, কাদের মিয়া, সফিউল্লাহ। বীর যোদ্ধারা বেতিয়ারার শ্যামল মাটিতে বুকের রক্ত ঢেলে দিয়ে এক অমর বীরত্বপূর্ণ ইতিহাস রচনা করেছিলেন।
দিবসটি উপলক্ষে আগামীকাল কুমিল্লার বেতিয়ারায় সকাল ১১টা ৩০মিনিটে বেতিয়ারার শহীদ স্মৃতিস্তম্ভে সিপিবিসহ বিভিন্ন দল, ছাত্র ইউনিয়ন, উদীচী, খেলাঘর আসরসহ বিভিন্ন গণসংগঠন এবং স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
এছাড়াও বিকাল ৫টায় পুরাণা পল্টনস্থ পার্টি কার্যালয় মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাসস/সবি/কেসি/১৮৪৫/জেজেড