বাসস দেশ-১৬ : বাংলাদেশ তরীকত ফেডারেশনের পার্লামেন্টারী বোর্ড গঠন

158

বাসস দেশ-১৬
বিটিএফ-পার্লামেন্টারী-বোর্ড
বাংলাদেশ তরীকত ফেডারেশনের পার্লামেন্টারী বোর্ড গঠন
ঢাকা, ১০ নভেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) ৯ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারী বোর্ড গঠন করা হয়েছে।
বিটিএফ চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি পার্লামেন্টারী বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুল বশর আলহাছানী বোর্ডে কো-চেয়ারম্যান এবং মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
পার্লামেন্টারী বোর্ডের অন্য সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শাহ কামাল নূরী সুরেশ্বরী, সৈয়দ আবু রাজ্জাক হায়দার ও আল্লামা সাইফুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী ফারুকী এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়াজী।
পার্লামেন্টারী বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক, আগামী সোমবার সকাল ১১টা হতে দলের ধানমন্ডিস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে এবং ১৬ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি অব্যাহত থাকবে। আগামী ১৫, ১৬ নভেম্বর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
প্রার্থীদের যথাসময়ে মনোনয়ন ফরম সংগ্রহ, সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য বিটিএফ মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী অনুরোধ জানিয়েছেন।
বাসস/সবি/এমএন/১৮০৫/অমি