বাসস দেশ-৮ : ট্রাফিক আইন ভঙ্গ করায় রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২ হাজার ৪শ’ ১৬টি মামলা

136

বাসস দেশ-৮
ট্রাফিক আইন ভঙ্গ-জরিমানা
ট্রাফিক আইন ভঙ্গ করায় রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২ হাজার ৪শ’ ১৬টি মামলা
ঢাকা, ১০ নভেম্বর, ২০১৮ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ লাখ ৪৯ হাজার ৪শ’ ৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
এ ছাড়াও অভিযানের সময় ২হাজার ৪শ’ ১৬টি মামলা, ১৫টি গাড়ি ডাম্পিং ও ৪১৭টি গাড়ি রেকার করা হয়। শুক্রবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করে।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্র জানায়,এসব মামলা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৬৭টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৪৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৯টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
ট্রাফিক সূত্র আরো জানায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ৫শ’৫২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৫০টি মোটরসাইকেল জব্দ করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে সরাসরি ৫টি মামলা দেওয়া হয়।
বাসস/সবি/এমএমবি/১৬০০/আরজি