বাসস দেশ-৭ : সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন আগামীকাল

188

বাসস দেশ-৭
সেনাপ্রধান-সফর-আমিরাত
সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন আগামীকাল
ঢাকা,৯ নভেম্বর, ২০১৮ (বাসস) ঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামীকাল শনিবার ৩ দিনের শুভেচ্ছা সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাবেন।
আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে তিনি এ সফর করবেন।
সফরকালে জেনারেল আজিজ আমিরাতের সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ ও ল্যান্ড ফোর্সেস কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
এছাড়াও সেনাবাহিনী প্রধান আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করবেন। জেনারেল আজিজ এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও আরব আমিরাত সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে ।
আজ আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
উল্লেখ্য, এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদ সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে শুভেচ্ছা সফরে যাচ্ছেন। এর আগে সেনাবাহিনী প্রধান হিসেবে কেউই আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে সে দেশ সফর করেন নি।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৪ নভেম্বর (বুধবার) তারিখে দেশে ফিরবেন।
বাসস/আইএসপিআর/জেডআরএম/১৬৫০/-আসচৌ