বাসস ক্রীড়া-২ : শেষ ম্যাচে বুমরাহ, উমেষ ও কুলদীপকে বিশ্রামে রেখেছে ভারত

166

বাসস ক্রীড়া-২
ভারত-দল
শেষ ম্যাচে বুমরাহ, উমেষ ও কুলদীপকে বিশ্রামে রেখেছে ভারত
নয়াদিল্লি, ৯ নভেম্বর. ২০১৮(বাসস): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে বোলার জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব এবং কুলদীপ যাদবকে বিশ্রামে রেখে আজ দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। ২১ নভেম্বর শুরু হওয়া আসন্ন অস্ট্রেলিয়া সফরে‘সেরা শারীরিক অবস্থার’ কথা বিবেচনা করে এ ম্যাচে উল্লিখিত তিন জনকে বিশ্রাম দেয়া হয়েছে। আগামী রোবার চিদাম্বারমম স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচের জন্য পাঞ্জাব পেসার সিদ্বার্থ কাউলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিসিসিআই ভারপ্রাপ্ত সম্পাদক অমিতাভ চৌধুরি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, ‘চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে উমেষ যাদব, জসপ্রিত বুমরাহ এবং কুলদীপ যাদবকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ’
বিবৃতিতে আরো বলা হয়,‘ আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে শারিরীকভাবে সুস্থ রাখার লক্ষ্যে এ তিন জনকে ব্রিশাম দেয়া হয়েছে। শেষ টি-২০ ম্যাচের জন্য নির্বাচকরা সিদ্ধার্থ কাউলকে দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।’
এ বছরের জুন মাসের শুরুর দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ অভিষেক হওয়া কাউল এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন।
কোলকাতা ও লক্ষেœৗতে জিতে তিন ম্যাচ সিরিজ ইতোমধ্যেই নিশ্চিত করেছে স্বাগতিক ভারত।
তৃতীয় ম্যাচের জন্য ভারতীয় দল : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, দিনেশ কার্তিক, মনিষ পান্ডে, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল।
বাসস/স্বব/১৬৪০/এএমটি