বাসস দেশ-২৫ : নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা মোকাবেলায় রাজধানীতে র‌্যাবের নিরাপত্তা জোরদার

148

বাসস দেশ-২৫
তফসিল-র‌্যাব-নিরাপত্তা
নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা মোকাবেলায় রাজধানীতে র‌্যাবের নিরাপত্তা জোরদার
ঢাকা, ৮ নভেম্বর, ২০১৮ (বাসস) : জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজ রাজধানীতে নাশকতা মোকাবেলায় সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রাজধানীসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে র‌্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে। আজ দুপুরের পর থেকে এ টহল আরও জোরদার করা হয়।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া বাসসকে এতথ্য জানান।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে কোনো গোষ্ঠী যাতে নাশকতামূলক কর্মকান্ড করতে না পারে সেজন্য আগে থেকে এ প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
এএসপি মিজান বলেন, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তার মোড়ে র‌্যাবের চেকপোষ্ট বসানো হয়েছে। আজ সন্ধ্যার পর থেকে এ টহল আরও জোরদার করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮৩৫/এবিএইচ