বাজিস-৭ : শেরপুরে হিজড়াদের জীবনমানের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

143

বাজিস-৭
শেরপুর-সভা
শেরপুরে হিজড়াদের জীবনমানের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেরপুর, ৮ নভেম্বর ২০১৮ (বাসস) : জেলায় হিজড়াদের জীবনমানের উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় নাগরিক সংগঠন জনউদ্যোগ আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
জেরা প্রশাসক বলেন, হিজড়ারাও মানুষ। তবে তারা লিঙ্গ প্রতিবন্ধী হওয়ায় সমাজে খুবই অবহেলিত। এজন্য সরকার হিজড়াদের বাসযোগ্য সুন্দর সমাজ গড়তে শিশুদের জন্য শিক্ষা উপবৃত্তিসহ তাদের পুনর্বাসনে নানা পদক্ষেপ নিয়েছে। তারা এখন তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত হয়ে ভোটাধিকারও পেয়েছে। তিনি হিজড়াদের প্রতি অবহেলা ও অবজ্ঞা পরিহার করে তাদের পুনর্বাসনে সহায়তাসহ সহানুভূতিশীল হওয়ার জন্য সমাজের সকলের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ ও জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাকিম বাবুল
মূল প্রবন্ধে বলা হয়, সরকার হিজড়া সম্প্রদায়ের সদস্যদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিলেও আজও সামাজিক স্বীকৃতি মেলেনি। সুযোগ হয়ে উঠেনি অন্যদের মত কাজ করার। ফলে শেরপুরে প্রায় অর্ধশতাধিক সদস্যকে শহরের ভাড়া বাসায় থেকে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। তাই তারা সামাজিক মর্যাদার স্বীকৃতিসহ দ্রুত পৃথক আবাসস্থল ও কর্মসংস্থানসহ সকল মৌলিক অধিকার ভোগের সুযোগ চান।
জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সহযোগী অধ্যাপক শিবশঙ্কর শিবু, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মী, জেলা উদীচীর সভাপতি তপন সারওয়ার, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, মানবাধিকার কর্মী শামীম হোসেন, নারী নেত্রী আইরীন পারভীন, আঞ্জুমান আলম লিপি, জেলা হিজড়া সম্প্রদায়ের সভাপতি নিশি আক্তার, সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম প্রমুখ। সভায় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮৩৫/মরপা