বাজিস-৫ : বাহুবলের খাসিয়া পল্লীর লোকজনের জন্য সেতু নির্মাণ

147

বাজিস-৫
বাহুবল-সেতু-নির্মাণ
বাহুবলের খাসিয়া পল্লীর লোকজনের জন্য সেতু নির্মাণ
হবিগঞ্জ, ৮ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলার বাহুবল উপজেলায় আলিয়াছড়া খাসিয়া পল্লীর লোকজনের চলাচলের সমস্যা লাঘবে জন্য ছড়ার উপর একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ ও সিলেট জেলার দায়িত্ব প্রাপ্ত নারী সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
উদ্বোধনকালে আলিয়াপুঞ্জির খাসিয়া মন্ত্রী উটিয়াম টমপেয়ারসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি কেয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। খাসিয়া সম্প্রদায়ের লোকদেও কষ্ট লাগবে ৩৮ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
আলিয়াপুঞ্জি খাসিয়াদের মন্ত্রী উটিয়াম টমপেয়ার বলেন, একটি সেতুর জন্য এই এলাকার লোকজনের অনেক যাতায়াত সমস্যা ছিল। সরকারের আন্তরিকতায় সেতুটি নির্মাণ হওয়ার সকলেই আনন্দিত।
বাসস/সংবাদদাতা/১৬১৫/মরপা