বাসস বিদেশ-৩ : মিয়ানমারে নদী সংরক্ষণ এলাকা থেকে বিরল প্রজাতির ডলফিনের মৃতদেহ উদ্ধার

152

বাসস বিদেশ-৩
মিয়ানমার-ডলফিন
মিয়ানমারে নদী সংরক্ষণ এলাকা থেকে বিরল প্রজাতির ডলফিনের মৃতদেহ উদ্ধার
ইয়াঙ্গুন, ৮ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : মিয়ানমারের আয়েইয়ারওয়াদি নদীর সংরক্ষণ এলাকা থেকে একটি বিরল প্রজাতির ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার একথা জানিয়েছে।
জেলেরা মঙ্গলবার মৃত স্ত্রী ডলফিনটিকে মান্দালয় ও কেয়াউকমাইয়ুংয়ের মধ্যবর্তী স্থানে ভাসমান অবস্থায় দেখতে পান।
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি (ডব্লিউসিএস) এ ব্যাপারে জানায়, মাছ ধরা একটি জালে আটকে যাওয়ার পর ডলফিনটি মারা যেয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এটির লেজে জাল বাঁধা ছিল। আর এ ধরনের জাল সাধারনত: মাছ ধরার কাজে ব্যবহার করা হয়ে থাকে।
ডলফিনটি প্রায় দুই মিটার দীর্ঘ ছিল। এর ঘের ছিল ১.২ মিটার।
বাসস/কেএরআর/এমএজেড/১২৫৫/জুনা