বাসস দেশ-২৫ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : আসন্ন নির্বাচন হবে সবচেয়ে অংশগ্রহণমূলক : কাদের

314

বাসস দেশ-২৫ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
কাদের-সংলাপ
আসন্ন নির্বাচন হবে সবচেয়ে অংশগ্রহণমূলক : কাদের

সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একে গোটা এশিয়ায় একটি বড় ও ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের রাজনীতিতে এটি একটি ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি বলেন, ‘সংলাপ আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে।’
আজ রাতে ২৪ দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সপ্তাহব্যাপী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
তিনি বলেন, যে কোন আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা থাকলেও আগামী নির্বাচন সংক্রান্ত সংলাপ আজ শেষ হয়ে গেছে।
প্রধানমন্ত্রীর আগামীকালের সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আগ্রহ অনুযায়ী এটি অন্য সময় অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন আগামীকাল তফসিল ঘোষণা করবে। তাই প্রধানমন্ত্রী অন্য আরেক দিন সংবাদ সম্মেলন করতে চান।
এরআগে ন্যাশনাল ডেমোক্রেটিক এ্যালায়েন্সের (এনডিএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা সাংবাদিকদের বলেন, তারা বর্তমান সাংবিধানিক ব্যবস্থার অধীনে আগামী নির্বাচনে অংশ নিতে চান।
তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে বলেছি নির্বাচিত সরকারের মেয়াদে আগামী নির্বাচনে অংশ নিতে চাই। কারণ অনির্বাচিত সরকারের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা থাকেনা।’
বাসস/এসএইচ/অনু-এবিএইচ/০০৫০/রশিদ/-এবিএইচ