বাসস দেশ-২৩ : টঙ্গীতে দোকানপাট, ঝুটের গুদাম ও বসতঘর ভস্মীভূত : ব্যাপক ক্ষয়ক্ষতি

320

বাসস দেশ-২৩
অগ্নিকান্ড-ক্ষয়ক্ষতি
টঙ্গীতে দোকানপাট, ঝুটের গুদাম ও বসতঘর ভস্মীভূত : ব্যাপক ক্ষয়ক্ষতি
ঢাকা, ৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় আজ এক অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । আগুনে বেশকিছু কাঠের দোকানপাট, গোডাউন, ঝুটের গুদাম ও বসতঘর পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল অথবা বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯৫৫/এএএ