বাসস ক্রীড়া-১২ : ভালো অবস্থায় ঢাকা বিভাগ; লিড নিলো ঢাকা মেট্রো

327

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-এনসিএল
ভালো অবস্থায় ঢাকা বিভাগ; লিড নিলো ঢাকা মেট্রো
কক্সবাজার, ৭ নভেম্বর ২০১৮ (বাসস) : ২০তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় স্তরের ম্যাচে তৃতীয় দিন শেষে ভালো অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতক ক্রিকেট স্টেডিয়ামে একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে আব্দুল মাজিদের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৪৬ রান করে ঢাকা বিভাগ। ১০৪ রান করেন মাজিদ। সিলেটের এনামুল হক জুনিয়র হ্যাট্টিকসহ ৮৭ রানে ৫ উইকেট নেন।
প্রথম ইনিংসে সিলেটের সংগ্রহ ছিলো ২৩৮ রান। তাই ১০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১০২ রান করেছে সিলেট বিভাগ। ফলে ৬ উইকেট হাতে নিয়ে ৬ রানে পিছিয়ে রয়েছে সিলেট। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা রাজিন সালেহ ৪০ রানে অপরাজিত আছেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন অলক কাপালি। ঢাকা বিভাগের শাহাদাত হোসেন ২ উইকেট নেন।
এই স্তরের আরেক ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেট হাতে নিয়ে ৭৯ রানে এগিয়ে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৯৬ রান করেছে ঢাকা মেট্রো।
এরআগে প্রথম ইনিংসে সাদিকুরের সেঞ্চুরিতে ৩৪৫ রানের সংগ্রহ পায় চিটাগং বিভাগ। প্রথম ইনিংসে ৩২৮ রান করেছিলো ঢাকা মেট্রো।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
ঢাকা বিভাগ-সিলেট বিভাগ :
সিলেট বিভাগ : ২৩৮ ও ১০২/৪, ৪৯ ওভার (রাজিন ৪০*, কাপালি ৩৯, শাহাদাত ২/১৯)।
ঢাকা বিভাগ : ৩৪৬/১০, ১১৪.৫ ওভার (মাজিদ ১০৪, মোশাররফ ৫০, এনামুল ৫/৮৭)।
চিটাগং বিভাগ-ঢাকা মেট্রোর :
ঢাকা মেট্রো : ৩২৮ ও ৯৬/৩, ৩০ ওভার (শামসুর ৩৭*, আজমির ২০, নাইম ১/২০)।
চট্টগ্রাম বিভাগ : ৩৪৫/১০, ১১৩.২ ওভার (সাদিকুর ১০১, পিনাক ঘোষ ৭৬, আবু হায়দার ৪/৯৭)।
বাসস/এএমটি/১৯৩০/মোজা/এমএইচসি