বাসস ক্রীড়া-৯ : ১ ওভারে ৪৩ রানের বিশ্ব রেকর্ড

155

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-রেকর্ড
১ ওভারে ৪৩ রানের বিশ্ব রেকর্ড
অকল্যান্ড, ৭ নভেম্বর ২০১৮ (বাসস) : নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচের এক ওভারে ৪৩ রান নিলেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের দুই ব্যাটসম্যান জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন। বোলার ছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পেসার উইলিয়াম লুডিক।
ফলে এমন লজ্জার রেকর্ড থেকে মুক্ত হলেনÑ বাংলাদেশের পেসার আলাউদ্দিন বাবু। কারণ ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচে বাবুর এক ওভার থেকে ৩৯ রান নিয়েছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এলটন চিগুম্বুরা। ঐ ওভারে চারটি ছক্কা ও তিনটি চার মেরেছিলেন চিগুম্বুরা।
লুডিকের ওভারটি ছিলো এমনÑ ৪, ৬ নো-বল, ৬ নো-বল, ৬, ১, ৬, ৬, ৬। প্রথম ৯ ওভারে তার বোলিং ফিগার ছিলো ৯ ওভারে ৪২ রানে ১ উইকেট। শেষ ওভারে ৪৩ রান দেয়াতে লুডিকের বোলিং ফিগার দাঁড়ায়- ১০ ওভারে ৮৫ রানে ১ উইকেট।
বাসস/এএমটি/১৮৪৮/মোজা/এমএইচসি