বাসস দেশ-১৫ : শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলনকে নতুন ধারায় পুনঃসংগঠিত করতে হবে : মেনন

136

বাসস দেশ-১৫
সমাজকল্যাণ মন্ত্রী-স্মরণ সভা
শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলনকে নতুন ধারায় পুনঃসংগঠিত করতে হবে : মেনন
ঢাকা, ৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের শ্রমিক আন্দোলনকে নতুন ধারায় শ্রমিকের স্বার্থ রক্ষায় পুনঃসংগঠিত করতে হবে।
আজ বুধবার রাজধানীর তোপখানা রোডস্থ পার্টির কার্যালয় মিলনায়তনে শ্রমিকনেতা আবুল বাশারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
আবুল বাশারের স্মৃতিচারণ করে রাশেদ খান মেনন বলেন, তিনি এদেশের শ্রমিকদের অর্থনীতিবাদী আন্দোলনের গ-ি থেকে তাদের রাজনীতির ময়দানে নিয়ে এসেছিলেন। ঊনসত্তরের গণঅভুত্থানকালে চট্টগ্রামের শ্রমিকদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছিলেন।
সভায় পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, নুরুল হাসান ও মাহামুদুল হাসান মানিক, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/সবি/বিকেডি/১৮৩৫/এমকে