বাসস বিদেশ-৯ : লাশ উদ্ধারে তল্লাশির সময় বাড়াল ইন্দোনেশিয়া

122

বাসস বিদেশ-৯
ইন্দোনেশিয়া তল্লাশি
লাশ উদ্ধারে তল্লাশির সময় বাড়াল ইন্দোনেশিয়া
জাকার্তা, ৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : ইন্দোনেশিয়া লাশ উদ্ধারের জন্যে তল্লাশির সময় আরো তিনদিন বাড়িয়েছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানান।
এদিকে কর্তৃপক্ষ উদ্ধার হওয়া লাশ সনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দেশটিতে গত ১০ দিন আগে লায়ন এয়ারের একটি বিমান ১৮৯ আরোহী নিয়ে জাকার্তা থেকে পাংকাল পিনাঙ শহরে যাওয়ার পথে জাভা সাগরে বিধ্বস্ত হয়।
উদ্ধারকারী দল নিহতদের ১৮৬ ব্যাগ দেহাবশেষ উদ্ধার করলেও কর্তৃপক্ষ এ পর্যন্ত কেবল ৪৪ জনকে সনাক্ত করতে পেরেছে।
জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ সুয়াগি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি আরো জানান, নৌবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে তল্লাশি অভিযান চলবে। খবর এএফপি’র।
এদিকে বিমানের ইঞ্জিন, চাকা ও দুটি ব্ল্যাক বক্সের একটি ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে। ভয়েস রেকর্ডার উদ্ধারের চেষ্টা চলছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কিত প্রাথমিক রিপোর্ট চলতি মাসের শেষ নাগাদ জানা যাবে বলে আশা করা হচ্ছে।
বাসস/জুনা/১৭৫৫/আরজি