বাসস বিদেশ-৮ : উ. কোরিয়ার সিনিয়র নেতাদের সঙ্গে পম্পের আলোচনা পিছিয়েছে

116

বাসস বিদেশ-৮
উ.কোরিয়া-যুক্তরাষ্ট্র-কূটনীতি
উ. কোরিয়ার সিনিয়র নেতাদের সঙ্গে পম্পের আলোচনা পিছিয়েছে
ওয়াশিংটন, ৭ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): উত্তর কোরিয়ার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র এ সপ্তাহের বৈঠকের পরিকল্পনা পিছিয়ে দেয়া হয়েছে। এসব কর্মকর্তার মধ্যে দেশটির নেতা কিম জং উনের শীর্ষ সহকারীদের একজন রয়েছেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ওই দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কিম ইয়ং চোল ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান কূটনীতিকের বৈঠক পরবর্তী কোন এক তারিখে অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘আমাদের পারস্পরিক সুবিধাজনক সময়ে আমরা এ বৈঠকের তারিখ নির্ধারন করবো।’
বাসস/এমএজেড/৪-৩০/জুনা