বাসস বিদেশ-৭ : অস্ট্রেলিয়ায় হাঙরের সঙ্গে মানুষের লড়াই

127

বাসস বিদেশ-৭
অস্ট্রেলিয়া-পশু
অস্ট্রেলিয়ায় হাঙরের সঙ্গে মানুষের লড়াই
সিডনি, ৭ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বুধবার এক সার্ফারকে একটি হাঙর কামড়ে ধরার পর তিনি তার বোর্ড দিয়ে প্রাণীটির সঙ্গে লড়াই চালিয়ে যান। এর মাত্র কয়েকদিন আগে এক সাঁতারু হাঙরের কামড়ে মারা যায়।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ জানায়, ৪৩ বছর বয়সী ওই ব্যক্তি সিডনি থেকে প্রায় ৭৫০ কিলোমিটার উত্তরে বেলিনার শেলি বিচ জনপ্রিয় পর্যটন কেন্দ্রে সার্ফিং করছিলেন। এ সময় হাঙরটি তার বাম পা কামড়ে ধরে।
বালিনার মেয়র ডেভিড রাইট সিডনি রেডিও স্টেশন ২জিবিকে বলেন, ‘প্রাণীটি তাকে বোর্ড থেকে টেনে পানিতে ফেলে দেয়। তিনি তখন বোর্ডটি দিয়ে হাঙরকে আঘাত করেন।’
রাইট বলেন, লোকটির পায়ের ২০ সেন্টিমিটার কেটে গেছে। তিনি নিজেই তীরে চলে আসেন। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, হাঙরটি ১ দশমিক ৫ মিটার দীর্ঘ ছিল। শেলি ও আশপাশের সৈকতগুলো ২৪ ঘন্টার জন্য জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ হাঙরের প্রজাতিটিকে সনাক্ত করার চেষ্টা করছে।
সোমবার কুইন্সল্যান্ড রাজ্যের উইটসানডে দ্বীপপুঞ্জে একটি হাঙরের আক্রমনে এক সাঁতারু গুরুতর জখম হয়ে হাসপাতালে মারা যাওয়ার পর সর্বশেষ এই ঘটনাটি ঘটল।
এর আগে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকার ছয়টি হাঙর ধরে হত্যা করে।
বাসস/ কেএআর/৪-২০/জুনা