যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ‘দারুণ সফল’ দাবি ট্রাম্পের

268

ওয়াশিংটন, ৭ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার অনুষ্ঠিত কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে ‘দারুণ সফল’ বলে বর্ণনা করেছেন। তার রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানো সত্ত্বেও তিনি এমন দাবি করেন। খবর এএফপি’র।
রিপাবলিকানরা সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে এবং তারা ফ্লোরিডাসহ অনেক স্থানে অল্পের জন্য পরাজয়ের হাত থেকে বেঁচে গেছে। অপরদিকে গত আট বছরের মধ্যে এই প্রথমবারের মতো ডেমোক্রেটরা নিম্ন কক্ষের নিয়ন্ত্রণ হাতে পেল।
টুইটার বার্তায় প্রেসিডেন্ট বলেন, ‘আজ রাত দারুণ সফল। সকলকে ধন্যবাদ!’