বাসস দেশ-৩ : আগামীকাল থেকে ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু

125

বাসস দেশ-৩
ট্রেন চলাচল-শুরু
আগামীকাল থেকে ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু
ঢাকা, ৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে ট্রেন চলাচল আগামীকাল থেকে শুরু হচ্ছে।
বৃহস্পতিবার থেকে এ রেলপথ দিয়ে টাঙ্গাইল কমিউটার-১ ও ২ নামে একজোড়া ট্রেন চলাচল করবে।
আগামীকাল কমলাপুর স্টেশন থেকে উদ্বোধনের মাধ্যমে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এ ট্রেন চলাচল শুরু হওয়ায় টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে বিকাল ৫ টা ২০ মিনিটে ও বঙ্গবন্ধু সেতু (পূর্বে) পৌছাবে রাত ৮ টা ৩০ মিনিটে এবং সেখান থেকে সকাল ৬ টায় ছেড়ে ঢাকায় পৌছাবে সকাল ৮ টা ৫০ মিনিটে।
টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ১০ টি কোচ নিয়ে চলাচল করবে। পূর্বে এই ট্রেনটি তুরাগ নামে ঢাকা-জয়দেবপুরের মধ্যে চলাচল করতো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাসস/সবি/এফএইচ/১২৫৫/এমএবি