বাজিস-৪ : নড়াইলে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

163

বাজিস-৪
নড়াইল-কর্মশালা
নড়াইলে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নড়াইল, ৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণী বিন্যাস পদ্ধতি ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রশিক্ষণ কেন্দ্রে অর্থ বিভাগ ও জেলা হিসাবরক্ষণ অফিসের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
খুলনা বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. আসাদ-উজ জামান মুন্সি প্রমুখ।
এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ৫৫ জন কর্মকর্তাকে নতুন বাজেট ও হিসাবরক্ষণের শ্রেণী বিন্যাস পদ্ধতির ফোকাল পয়েন্টের উপর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২১৫/নূসী