যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বড় ভাই বিজয়ী

246

শিকাগো, ৭ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বড় ভাই গ্রেগ পেন্স ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভের একটি আসনে জয়ী হয়েছেন। মঙ্গলবার দেশটিতে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই এ ফলাফল ঘোষণা করা হয়। খবর এএফপি’র।
৬১ বছর বয়সী ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তার নিজ এলাকায় নিজেকে রিপাবলিকানদের পক্ষে বিজয়ী দাবি করেছেন। তার ছোটভাই মাইক পেন্স এক সময়ে ইন্ডিয়ানাতে বিজয়ী হয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে মাইক পেন্স মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানার গভর্নরের দায়িত্ব পালন করেন। এলাকাটি রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত।
প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় গ্রেগ পেন্স ট্রাম্প ও তার ভাইকে সমর্থন এবং নিজেকে রক্ষণশীল হিসেবে ঘোষণা দেন।
তিনি গর্ভপাত বিরোধী ও ব্যক্তিগত বন্দুক রাখার অধিকারের পক্ষে।
৬৮ শতাংশ ভোট পাওয়ায় টেলিভিশন চ্যানেল সিএনএন ও এনবিসি থেকে পেন্সকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
তিনি এক বিজয় বার্তায় বলেন, ‘আপনাদের অনেকের মতো আমিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজে অনুপ্রাণিত।’
তিনি বলেন, ‘আমি মধ্যবিত্তের জন্য ট্রাম্পের লড়াইকে সমর্থন করি।’