বাসস দেশ-২৯ : মার্কিন রাষ্ট্রদূতকে হুমকিদাতা রাজিব ৩ দিনের রিমান্ডে

602

বাসস দেশ-২৯
মার্কিন-গ্রেফতার-রিমান্ড
মার্কিন রাষ্ট্রদূতকে হুমকিদাতা রাজিব ৩ দিনের রিমান্ডে
ঢাকা, ৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : রাজধানীতে মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত রাজিবকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
ই-মেইলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার হুমকির ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ঢাকার একটি আদালত রাজিবের রিমান্ড মুঞ্জুর করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত রাজিবকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ই-মেইলে হুমকিদাতা রাজিব উদ্দিনকে (৩০) গত রোববার রাজবাড়ীর পাংশা থানা এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ।
পুলিশ মোবাইল ফোনসহ রাজিবকে আটক করে। জিজ্ঞাসাবাদে রাজিব পুলিশের কাছে স্বীকার করে, মোবাইলে ই-মেইলের মাধ্যমে সে হুমকি দিয়েছিল।
গ্রেফতারকৃত রাজিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বাসস/সবি/এএইচজে/এফএইচ/২১১৫/এমকে/-আসচৌ