বাসস ক্রীড়া-১৯ : ঘুড়ে দাঁড়িয়ে লিড নিলো বরিশাল; ব্যাট হাতে জবাব দিচ্ছে রংপুর

318

বাসস ক্রীড়া-১৯
ক্রিকেট-এনসিএল
ঘুড়ে দাঁড়িয়ে লিড নিলো বরিশাল; ব্যাট হাতে জবাব দিচ্ছে রংপুর
বগুড়া, ৬ নভেম্বর ২০১৮ (বাসস) : ২০তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম স্তরে রাজশাহী বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১৮৩ রানে এগিয়ে বরিশাল বিভাগ।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৯৭ রানে অলআউট হলেও, দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়িয়েছে বরিশাল। দিন শেষে ৬ উইকেটে ২৪৬ রান করেছে বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৯৭ রান করেন আল-আমিন। এছাড়া নুরুজ্জামান ৪৫ ও ওপেনার শাহরিয়ার নাফীস ৩৩ রান করেন। রাজশাহীর মোহর শেখ ৩টি উইকেট নেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৬০ রান করে অলআউট হয় রাজশাহী। প্রথম দিন বরিশালকে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংস শুরু করে ৬ উইকেটে ১২৪ রান করেছিলো রাজশাহী। ৭২ রান নিয়ে শুরু করে ৭৮ রানে থামেন জুনায়েদ। বরিশালের মনির হোসেন ১৪ রানে ৫ উইকেট নেন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এই স্তরের আরেক ম্যাচে খুলনা বিভাগের ২৬১ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ১২৬ রান করেছে রংপুর বিভাগ।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
বরিশাল বিভাগ-রাজশাহী বিভাগ :
বরিশাল বিভাগ : ৯৭ ও ২৪৬/৬, ৬৯ ওভার (আল-আমিন ৯৭, নুরুজ্জামান ৪৫, মোহর ৩/৬৪)।
রাজশাহী বিভাগ : ১৬০/১০, ৫৪ ওভার (জুনায়েদ ৭৮, ফরহাদ ৩২, মনির ৫/১৪)।
রংপুর বিভাগ-খুলনা বিভাগ :
খুলনা বিভাগ : ২৬১/১০, ৯৬ ওভার (মঈনুল ৫৪, জিয়াউর ৪০, তানবীর ৩/১৪)।
বাসস/এএসজি/এএমটি/১৯১৫/মোজা/স্বব