বাসস ক্রীড়া-১৭ : শুরুর ধাক্কা কাটিয়ে দিন শেষে ৩শ’ পার হলো ইংল্যান্ডের রান

137

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-গল টেস্ট
শুরুর ধাক্কা কাটিয়ে দিন শেষে ৩শ’ পার হলো ইংল্যান্ডের রান
গল, ৬ নভেম্বর ২০১৮ (বাসস) : গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে দিনের শুরুতেই ১০ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিলো সফরকারী ইংল্যান্ড। তারপরও পরের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় দিন শেষে ৯১ ওভারে ৮ উইকেটে ৩২১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। কোন ব্যাটসম্যানই সেঞ্চুরির দেখা পাননি। তবে অভিষেক ম্যাচ খেলতে নেমে ৮৭ রানে অপরাজিত আছেন বেন ফোকস।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে নেমে ১০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। অভিষেক ম্যাচ খেলতে নামা ররি বার্নস ৯ ও তিন নম্বরে নামা মঈন আলী শূন্য হাতে ফিরেন।
এরপর শুরুর ধাক্কা সামাল দেন কিটন জেনিংস ও অধিনায়ক জো রুট। তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন তারা। জেনিংস ৪৬ ও রুট ৩৫ রানে ফিরলে আবারো চাপে পড়ে যায় ইংল্যান্ড।
তবে শেষদিকে সেই চাপ দূর করেন পরের দিকের ব্যাটসম্যানরা। ষষ্ঠ উইকেটে জশ বাটলারের সাথে ৬১, সপ্তম উইকেটে স্যাম কারানকে নিয়ে ৮৮ ও অষ্টম উইকেটে আদিল রশিদের সাথে ৫৪ রানের জুটি গড়েন ফোকস। এতেই ভালো অবস্থায় পৌছে যাবার পথ পায় ইংল্যান্ড।
শেষ পর্যন্ত সাত নম্বরে নামা ফোকস ৬টি চারের সহায়তায় ১৮৪ বলে অপরাজিত ৮৭ রান করেন। সাম কারান ৪৮, আদিল রশিদ ৩৫ ও জশ বাটলার ৩৮ রান করে আউট হন। ফোকসের সাথে ১৪ রান নিয়ে ক্রিজে আছেন জ্যাক লিচ। শ্রীলংকার পক্ষে দিলরুয়ান পেরেরা ৭০ রানে ৪ উইকেট নেন।
বাসস/এএসজি/এএমটি/১৮৩৫/মোজা/স্বব