বাসস দেশ-১৬ : অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০১তম বার্ষিকী আগামীকাল

124

বাসস দেশ-১৬
অক্টোবর-বিপ্লব-বার্ষিকী
অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০১তম বার্ষিকী আগামীকাল
ঢাকা, ৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০১তম বার্ষিকী আগামীকাল বুধবার।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সারাদেশের পার্টি ইউনিট এবং কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে।
দিবসটি উপলক্ষে আগামীকাল বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করেছে সিপিবি।
সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম আজ এক বিবৃতিতে দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ সারা দুনিয়ার শ্রমিকশ্রেণিকে বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব সারা দুনিয়ার মানবজাতির মুক্তির সংগ্রামে প্রেরণার উৎস। মানব মুক্তির ইতিহাসে অক্টোবর বিপ্লব ও তার নেতা মহামতি লেনিনের নাম চিরঅক্ষয় হয়ে থাকবে।
মহান অক্টোবর বিপ্লব বিশ্ববাসীর কাছে নতুন তাৎপর্য নিয়ে সারা দুনিয়ার শোষিত-মেহনতি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে উল্লেখ করে তারা বলেন, ‘অক্টোবর বিপ্লবের প্রেরণায় মানব-মুক্তির লড়াইকে বেগবান করতে হবে।’
বাসস/সবি/কেসি/১৮২৫/এমকে