বাসস দেশ-১৫ : শাহজালালে প্রায় ৫ কেজি সোনার বার আটক

115

বাসস দেশ-১৫
শাহজালাল- সোনা-আটক
শাহজালালে প্রায় ৫ কেজি সোনার বার আটক
ঢাকা, ৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ৬৫২ গ্রাম ওজনের ৪০ পিস সোনার বার উদ্ধার করেছে।
উদ্বারকৃত সোনার বাজার মূল্য ২ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা।
সোনা আটকের ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সোমবার রাতে ব্যাংকক থেকে আসা বাংলাদেশে এয়ারলাইন্সের একটি বিমানের (বিজি- ০৮৯) ২৫এ নম্বর সিটের নিচ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. সহিদুল ইসলাম আজ বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে বাংলাদেশে এয়ারলাইন্সের একটি বিমানের ২৫/এ নম্বর সিটের নিচ থেকে তল্লাশি চালিয়ে ৪০ পিস সোনার বার উদ্ধার করা হয়।
জব্দকৃত সোনা শুল্ক গোয়েন্দার হেফাজতে আছে।
এ বিষয়ে শুল্ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮১০/-জেজেড