বাসস দেশ-১০ : মন্ত্রিপরিষদ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

113

বাসস দেশ-১০
প্রধানমন্ত্রী-টেকনোক্র্যাট মন্ত্রী-নির্দেশনা
মন্ত্রিপরিষদ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, ৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ গণভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগপত্র প্রদানের নির্দেশ দেন।’
প্রধানমন্ত্রীর সাথে আজ বিকেলে গণভবনে ৮টি ইসলামী দলের সংলাপ শেষে ওবায়দুল কাদের এ ব্রিফিং করেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সাথে বিরোধী দল ও জোটের সংলাপের আলোচ্য বিষয় তুলে ধরার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) সংবাদ সম্মেলন করবেন।
বর্তমানে মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ৪ জন মন্ত্রী রয়েছেন। এরা হচ্ছেন, ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বাসস/এসএইচ/জেডআরএম/১৬৪০/আরজি