বাসস ক্রীড়া-১১ : পাঁচ বছর ও ১২ ম্যাচ পর টেস্ট জিতলো জিম্বাবুয়ে

117

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-সিলেট টেস্ট
পাঁচ বছর ও ১২ ম্যাচ পর টেস্ট জিতলো জিম্বাবুয়ে
সিলেট, ৬ নভেম্বর ২০১৮ (বাসস) : অবশেষে পাঁচ বছর ও ১২ ম্যাচ পর টেস্ট জিতলো জিম্বাবুয়ে। সিলেটের অভিষেক ম্যাচে বাংলাদেশকে ১৫১ রানের বড় ব্যবধানে হারিয়ে দীর্ঘদিন পর জয়ের স্বাদ তুলে নিলো আইসিসি র‌্যাংকিং-এর দশম স্থানে থাকা জিম্বাবুয়ে।
২০১৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ টেস্ট ম্যাচ জিতেছিলো জিম্বাবুয়ে। হারারেতে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ২৪ রানে জয় পায় জিম্বাবুয়ে। সেটিই ছিলো আজকের আগ পর্যন্ত জিম্বাবুয়ের সর্বশেষ জয়।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ঐ জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে দু’বার, বাংলাদেশের কাছে তিনবার, নিউজিল্যান্ডের কাছে দু’বার, শ্রীলংকার কাছে তিনবার এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে একবার হার ও একটি টেস্ট ড্র করে জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে এবং ইনিংস ও ১২০ রানে, বাংলাদেশের কাছে ৩ উইকেটে-১৬২ রানে-১৮৬ রানে, নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১১৭ রানে এবং ২৫৪ রানে, শ্রীলংকার কাছে ২২৫ রানে-২৫৭ রানে-৪ উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের কাছে ১১৭ রানে হারে জিম্বাবুয়ে।
বাসস/এএসজি/এএমটি/১৬৩০/নীহা