বাসস ক্রীড়া-৫ : অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাকা হলো ম্যাকডারমটকে

135

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাকা হলো ম্যাকডারমটকে
এডিলেড, ৬ নভেম্বর ২০১৮ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ম্যাকডারমটকে।
২৩ বছর বয়সী ম্যাকডারমট অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ও বর্তমানে জাতীয় দলের বোলিং কোচ ক্রেইগ ম্যাকডারমটের ছেলে। তিন ম্যাচের সিরিজে তার অভিষেক এখন সময়ে ব্যাপার। ইতোমধ্যেই প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয়ী হয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
ইনজুরির কারণে শন মার্শ এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া চার টি২০ ম্যাচ খেলা ম্যাকডরমটকে দলে নেবার সিদ্ধান্ত নিয়েছে। এ সম্পর্কে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক ট্রেভর হনস এক বিবৃবিতে বলেছেন, ‘শুক্রবার এডিলেড ওভালে দ্বিতীয় ও দুইদিন পর হোবার্টে তৃতীয় ম্যাচকে সামনে রেখে অস্ট্রেলিয়ান নির্বাচকরা বেন ম্যাকডারমটকে দলে নেবার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় ওয়ানডের আগে মার্শ যদি সুস্থ হয়ে উঠতে না পারেন তবে বেনের খেলা প্রায় নিশ্চিত। আমরা প্রতিনিয়ত মার্শের উন্নতি পর্যবেক্ষণ করছি। ম্যাচকে সামনে রেখে ফিটনেস প্রমাণে তার সামনে সব সুযোগই উন্মুক্ত থাকবে।’
টি২০তে ম্যাকডারমটের ব্যাটিং গড় ১১.৩৩। লিস্ট-এ ক্রিকেটে এ পর্যন্ত ৫০.১৫ গড়ে তিনি ৬৫২ রান সংগ্রহ করেছেন।
বাসস/নীহা/১৫১০/মোজা/স্বব