বাসস ক্রীড়া-১ : হারের শংকা নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

195

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-সিলেট টেস্ট-চতুর্থ দিন
হারের শংকা নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
সিলেট, ৬ নভেম্বর ২০১৮ (বাসস) : সিলেটের অভিষেক টেস্টে হারের শংকায় পড়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। ৩২১ রানের টার্গেটে চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১১ রান তুলেছে টাইগাররা। জয় থেকে এখনো ২১০ রান দূরে দাঁড়িয়ে বাংলাদেশ। হাতে আছে ৫ উইকেট।
তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ২৬ রান করেছিলো বাংলাদেশ। তবে চতুর্থ দিন প্রথম সেশনে আরও ৮৫ রান যোগ করতেই প্রথম ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা।
লিটন দাস ২৩, ইমরুল কায়েস ৪৩, মোমিনুল হক ৯, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৬ ও নাজমুল হোসেন শান্ত ১৩ রান করে আউট হন। উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিক ৩ রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ৩টি, কাইল জার্ভিস ও ব্র্যান্ডন মাভুতা ১টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২৮২ ও বাংলাদেশ ১৪৩ রান করেছিলো। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ছিলো ১৮১ রান।
বাসস/এএসজি/এএমটি/১২৪০/নীহা