বঙ্গভবনে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন রাষ্ট্রপতি

276

ঢাকা, ৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সন্ধ্যায় বঙ্গভবনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের সম্মানে নৈশভোজেরও আয়োজন করেন।
রাষ্ট্রপ্রধান এসময় সাংবাদিকদের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও পার্লামেন্ট সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অশিষ সৈকত অনুষ্ঠানে বক্তৃতা করেন।
তথ্য সচিব মো. আবদুল মালেক, বিভিন্ন দৈনিকের সম্পাদকবৃন্দ, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও সংবাদ সংস্থার প্রধানগণ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএফইউজে, ডিইউজে, ডিআরইউসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।